ইতিহাস

রাজশাহী জেলার অর্ন্তগত দুর্গাপুর উপজেলার প্রায় ১৬ কি: মি: উওরে গনকৈড় নামে একটি অতি-অবহেলিত অশিক্ষা-কুশিক্ষা অন্ধকারাচ্ছন গ্রাম , দেশ তখন সদ্য ১ বছর পূর্বে স্বাধীন হয়েছে এমন মুহূর্তে ঐ গ্রামের কথা কিছু  সাদামনের ভবিষ্যত চন্তিার  মানুষ গ্রামটিতে একটি ১৯৭২ সালের গোড়ার দিকে ফোরকানিয়া /এতেদায়ী মাদ্রাসা স্হাপন করার পর খুব একটা ভালভাবে না চলার কারনে গ্রামের কিছু জন সাধারন ব্যাক্তিবর্গ ১৯৭৮ সালের দিকে একটি প্রাথমিক বিদ্যালয় রুপান্তরিত করেন যাহা এখন পর্যন্ত সরকারী বিদ্যালয় নামে ভালভাবে চলিতেছে । এমত সময়ে মধ্যবাত সময়ে মাঝে অএগ্রামের জনাব মৃত সুজাত আলী মৃত তজির উদ্দিন মো: ইয়াকুব আলী কলিমুদ্দিন মুকবুল হোসেন আ:জব্বার প্রা: সহ আরো অনেকেই বিদ্যালয়টি প্রতিষ্টার জন্য স্বত:স্ফূর্ত মতামত প্রকাশ করেন , তন্মধ্যে মো: মকবুল হোসেনকে প্রতিষ্ঠা সভাপতি মোননীত করিয়া ১/১/৯৫ সালে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মুঞ্জুরী পায় নিম্ন মাধ্যমিক মুঞ্জুর পাইয়া ১/১/৯৬ ৯ম শ্রেণী ও ১/১/৯৭ সালে ১০ম শ্রেণী মঞ্জুর পাইয়া ১৯৯৮ সাল হইতে অদ্যাপীট এস, এস, সি পরীক্ষা শুরু হইয়া খুবই সন্তোষ জনক ভাবে ফলাফল করিয়া এ যা পর্যন্ত চলিয়া আসিতেছে ।